এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

করিমপুরে শিল্প প্রদর্শনী, উদ্বোধন করলেন মহুয়া

Published on: April 12, 2022

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ  সোমবার নদীয়া জেলার করিমপুর ফার্মের সদ্ভাব মণ্ডপে অনুষ্ঠিত হলো “আর্ট এন্ড ক্রাফট” এর ‘ তারে জামিন পার ২০২২’ শীর্ষক শিল্প প্রদর্শনী। শিল্প প্রদর্শনি ঘিরে কচিকাঁচা  থেকে শুরু করে বড়ো সকলেরই বেশ উৎসাহ লক্ষ্য করা গেলো।  আর্ট এন্ড ক্র্যাফট এর প্রশিক্ষক নিরুপম বিশ্বাস জানাচ্ছেন, এদিন প্রায় ৭০ জন ছাত্র ছাত্রীর হাতে আঁকা বিভিন্ন রকমের ছবি প্রদর্শীত হয়।

প্রদর্শীত ছবি গুলি কে দুটি ভাগে ভাগ করা হয় এবং দুটি আর্ট গ্যালারি তৈরীতে দেখানো হয়।এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন নদীয়া কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমপুর 1 নম্বর ব্লক বিডিও অনুপম চক্রবর্তী ও এসআই সোমদেব মজুমদার সহ বিশিষ্টজনেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now