নিজস্ব প্রতিবেদনঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাগরদীঘি থানার পুলিশ মোড়গ্রাম মোড় থেকে এক জালনোট পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম সুমন সেখ, সে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে 5 লাখ 81 হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। ধৃতকে বুধবার জঙ্গীপুর পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে নিয়ে আসা হয়। সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার জানান, জাল নোট গুলি কোথা থেকে আনা হয় এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল- বিস্তারিত গতিবিধি জানতে তদন্ত শুরু হয়েছে। ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃতকে জঙ্গীপুর কোর্টে পাঠানো হয়।

