কম্পিউটার সায়েন্সের ছাত্র নাজমুস সাকিব গ্রেপ্তারে হতবাক পরিবার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ ডোমকলের গঙ্গাদাস পাড়ার বাসিন্দা নাজমুস সাকিব। ডোমকলের বসন্তপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে বলেই পরিবার সূত্রে জানা যায়। পরিবারের দাবি- পড়াশোনার ফাঁকে নামাজ পড়া- এই ছিল নাজমুসের কাজ। কিন্তু কি এমন হল যে এই কলেজ ছাত্রকেই গ্রেপ্তার করল NIA. যা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, দানা বাঁধছে রহস্য। জানা যাচ্ছে, মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি সন্দেহে যে ৬ জনকে গ্রেপ্তার করেছে NIA- তাদের মধ্যে একজন নাজমুস সাকিব। শনিবার সাত সকালে তার বাড়িতেই হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি দল। নাজমুস সাকিবকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি অ্যান্দ্রয়েড ফোন, একটি ল্যাপটপ এবং পরিচয় পত্র। ধৃত বছর ২২ এর নাজমুস সাকিবের পরিবার বলছে ভোরের সেই অভিজ্ঞতার কথা। কেন তাদের ঘরের ছেলেকে গ্রেপ্তার করা হল? তার উত্তর জানা নেই তাদের।
ধৃতের পরিবার জুড়ে স্তব্ধতা। আতঙ্ক আর উৎকণ্ঠায় সকলেই। বাড়ির দালানে বসে পরিবার পরিজন। সকলের চোখে মুখেই চাপা উত্তেজনা।