কমছে মাস্ক বাড়ছে করোনা

Published By: Madhyabanga News | Published On:

উৎসবের মরশুমেই করোনা থাবা বসিয়েছে জনজীবনে | পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর গত ২৪ ঘন্টায় আক্রান্ত ছিল৬৭০ জন | মৃত্যু হয়েছে ১৪ জনের | প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হলেও বেশিরভাগ মানুষের মুখেই মাস্ক নেই |কেউই মানছেন না করোনা বিধি | দীর্ঘ ১৮ মাস পরে আবারও লোকাল ট্রেন চালু হয়েছে | রেল কর্তৃপক্ষের নির্দেশিকায় বলা ছিল ৫০% যাত্রী নিয়ে চলবে ট্রেন | এর পরেও প্রতিদিনই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় | বিশেষ সূত্রে খবর বেশিরভাগ যাত্রীর মুখে মাস্ক নেই | কারও মাস্ক কপালে উঠেছে, তো কেউ থুতনি মাস্ক পড়ে আছেন | মাস্ক নেই কেন? জিজ্ঞেস করলে যাত্রী সাধারণের কেউ বলছেন ‘আর তো লকডাউন নেই পড়ে কি হবে’ । আবার কেউ বলছেন ‘ভুলে গেছি । আবার কেউ দাবি করছেন ‘মাস্ক পরেও কিছু হয়না । দম বন্ধ হয়ে আসে’ | রাজ্যসহ বহরমপুর রেল স্টেশনের চিত্রটাও একই রকম |বহরমপুরের স্টেশন মাস্টার রমেন দাস জানাচ্ছেন,’আমাদের পক্ষ থেকে বারংবার মাইকিং করা হচ্ছে |তবুও সবাই কে মানাতে পারছিনা’ | রমেন দাস আরও জানান টিকিট চেকার রা মাস্ক না পরলে ফাইনও করছেন |তবুও সচেতন হচ্ছেন না মানুষজন |

 

রেলের পাশাপাশি বাস বা ছোট গাড়িতে যাতায়াতের ক্ষেত্রেও একই সমস্যার সম্মুখীন সচেতন নাগরিকরা |বছর পঞ্চাশের নিত্যগোপাল মন্ডল জানাচ্ছেন, ‘কারও মুখেই মাস্ক নেই |বেড়োতে ভয় লাগে |আবার কড়াকড়ি লকডাউন হলে কি করে খাবো জানিনা’ | মাস্ক পড়ার সংখ্যা কমছে, বাড়ছে বিপদ | স্বাস্থ্য মন্ত্রক সূত্রে আরও জানানো হচ্ছে , গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪০৩০ জন |মৃত্যু হয়েছে ৩২৯ জনের | আবারও করোনার চোখ রাঙানিতে আশঙ্কায় মানুষ | অনেকেই বলছেন, কদিন পরেই স্কুল খুলছে । এভাবে যদি করোনার গ্রাফ উর্দ্ধমুখী হতে থাকে তা সত্যি ভয়ের |