কবিতা শুনছে পুলিশ- Murshidabad Police Recitation Competition

Published By: Madhyabanga News | Published On:

কবিতা শুনছে পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,  মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়েছে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায়  মুর্শিদাবাদ জেলায় বসবাসকারী যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে ৫ ই আগষ্ট থেকে ১২ ই আগস্ট সন্ধ্যা ৭.০০ টার মধ্যে নির্ধারিত কবিতার আবৃত্তির ভিডিও পাঠাতে হবে।

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনও অনুসন্ধানের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বরও। নম্বরগুলি হলঃ
8345931032, 9800588006 এবং 8609576479 নম্বরে। আবৃত্তির ভিডিও পাঠানোর জন্য দেওয়া হয়েছে নির্দিষ্ট ফোন নম্বর।