মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২১জুনঃ কন্যাশ্রীয় ফর্ম পূরণের সময় এক হাজার টাকা চাঁদা নেওয়া হচ্ছে ছাত্রীদের কাছ থেকে। বিড়ি শ্রমিক পরিবারের ছাত্রীরা কোথায় থেকে পাবে টাকা ? সরকারী প্রকল্পের ফর্ম ফিলাপের সময় কেন নেওয়া হবে টাকা ? প্রশ্ন তুলে সোমবার ফারাক্কার নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা চত্বরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। স্কুলের অবশ্য সাফাই, স্কুলের উন্নয়নের জন্য সাহায্য চাওয়া হচ্ছে অভিভাবকের কাছে।
সোমবার কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্তিতে কে ২ ফর্ম জমা দেওয়ার সময় এক হাজার টাকা করে নেওয়ার অভিযোগে কাঠগড়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে । অভিভাবকদের ক্ষোভে চাঞ্চল্য ছড়ায় ফরাক্কার বটতলায় নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা চত্বরে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হচ্ছে। যা দেওয়া একপ্রকার মুশকিল। বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকায় শ্রমিক পরিবার এমনিতেই অর্থ সঙ্কটে, তার ওপর মাদ্রাসার এই নিয়মে দুশ্চিন্তায় পড়ুয়া, অভিভাবকরা।
যদিও প্রধান শিক্ষক জানে আলম সমস্ত অভিযোগ এড়িয়ে বলছেন অভিভাবকদের সাথে একাধিকবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত ডিসেম্বর মাস থেকে অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে মাদ্রাসা উন্নয়নের জন্য। যারা টাকা দিতে পারছে তারাই দিচ্ছে, কোন বাধ্যবাধকতা নেই।
মাদ্রাসা চত্বরে এদিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। স্থানীয়রা চাইছেন সমস্যার সমাধান হোক।