কথা শোনে নি প্রধান, মেম্বাররা ; চাঁদা তুলে রাস্তায় কালভার্ট গ্রামের মানুষ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভোট নিয়েও কথা শোনেন নি মেম্বার, প্রধানরা। স্কুল লাগোয়া রাস্তায় ঢালাই কালভার্ট বানালেন হরিহরপাড়ার আব্দুলপুর গ্রামের মানুষ।   নড়বড়ে বাঁশের সাঁকোয় মাঝেমধ্যেই ঘটছিল দুর্ঘটনা।   বর্ষায় বাড়ছিল দুর্ভোগ।  শোচনীয় এই অবস্থায় দিন কাটাচ্ছিল প্রায়  ৬৫ টি পরিবার। নিজারে চাঁদা তুলেই কালভার্ট বানালেন গ্রামের মানুষ। । সোমবার হল ঢালাই। সকাল থেকেই গ্রামবাসীরা ঢালাইয়ের কাজে ব্যস্ত।  হাত লাগিয়েছেন মহিলারাও। সাথেই চলছে পথ চলতিদের থেকে চাঁদা সংগ্রহের কাজ।

গ্রামবাসীরা বলছেন, লাখ টাকার বাজেট হলেও সংগৃহীত অর্থ দিয়ে নিজেদের উদ্যোগে তারা কাজ শেষ করবেন যেভাবেই হোক। আব্দুলপুর গ্রামের বাসিন্দাদের এই উদ্যোগ দেখে অবাক অন্যান্য গ্রামের বাসিন্দারাও। যদিও গ্রামবাসীদের এই উদ্যোগ এবং কেন সংস্কারের কাজ হয়নি এতদিন! সে প্রসঙ্গে স্থানীয় জন প্রতিনিধিদের কোন প্রতিক্রিয়া মেলেনি।