মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২০ মার্চঃ একুশের নির্বাচনে সুতিতে কংগ্রেস প্রার্থী নিয়ে চরম সঙ্কটে কংগ্রেস। সুতিতে প্রার্থী হিসেবে বিদায়ী বিধায়ক হুমায়ুন রেজার নাম ঘোষণার পর থেকেই বাড়ছিল অসন্তোষ। এবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর পথে সুতি আলফাজুদ্দিন বিশ্বাস।
সুতি ব্লক কংগ্রেস সভাপতি আলফাজুদ্দিন বিশ্বাসের দাবী, একুশে প্রার্থী হবেন আলফাজুদ্দিন, ১৬’র ভোটেই জনসভায় ঘোষণা করেন অধীর। কিন্তু কথা রাখেন নি প্রদেশ কংগ্রেস সভাপতি।
কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে আলফাজুদ্দিন বলেন ,
“ওয়াদা খেলাপ করেছেন অধীর চৌধুরী। দলের বুথস্তরের মানুষের অভিযোগ ( বিধায়কের বিরুদ্ধে) দলকে জানিয়েছিলাম। দলকে তোয়াক্কা না করে, কোন শিল্পপতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে একজন অকেজো অপদার্থ লোককে প্রার্থী করা হয়েছে। আমরা এখনও অবধি মানতে পারছি না”।
আলফাজুদ্দিনের আক্ষেপ, প্রার্থী ঘোষণার পর দলের উচ্চ নেতৃত্ব বা প্রার্থী কেউই যোগাযোগ করেন নি। বলেন,” দল আমাকে অচ্ছুত ভাবছে, আমি ছ্যুত না অচ্ছুত; সেটা আগামী দিনে প্রমাণ করার জন্য ভাবনা চিন্তা করছি”।
২৩ মার্চ নিজের সিদ্ধান্ত জানাবেন আলফাজুদ্দিন।

এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে উঠে আসছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মইদুল ইসলামের নামও। তৃণোমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে ৯ মার্চ দল ছাড়েন মইদুল। ইমানির টীমের বিরুদ্ধে খেলা হবে, চ্যালেঞ্জও দিয়েছিলেন মইদুল।
দলের সিদ্ধন্ত সবাইকে মানতে হবে মন্তব্য করেন কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম। তার সাফ বয়ান, দলবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে।
















