কখনও রোদ পোহাচ্ছে, কখনও সাঁতার! রানিনগরে কুমিরের দেখা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ গঙ্গার পর এবার পদ্মায় দেখা গেল কুমির । মঙ্গলবার সকালে কুমিরের দেখা মিলল মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগরের ১১৭ বি এন বিএসএফ বাবনাবাদ ক্যাম্পের নিচে পদ্মা নদীতে। এদিন সকালে স্থানীয়রা কুমির টিকে নদীর ধারের চলাফেরা করতে দেখেন। বেশ কিছুক্ষণ রোদও পোহায় কুমিরটি।  কিছুক্ষণ  পর কুমিরটি পদ্মার জলে নেমে যায়। এই এলাকার বহু মানুষ পদ্মায় মাছ ধরতে যান অনেকে আবার স্নান করতেও যান। কুমিরের দেখা মেলায় আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা।