কংগ্রেস ছাড়লেন মইনুল হক, ফারাক্কার প্রাক্তন বিধায়ক ছিলেন AICC সম্পাদক

Published By: Madhyabanga News | Published On:

কংগ্রেস ছাড়লেন  ফরাক্কা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মইনুল হক Manil Haque Farakka Ex MLA । তিনি  সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদকও ছিলেন।   মঙ্গলবার  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury   ও সর্ব ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে Sonia Gandhi-AICC   চিঠি লিখে দল ছাড়ার কথা জানান মইনুল।

নির্বাচনের পর থকে মইনুল হকের দল ছাড়ার জল্পনা তীব্রতর হচ্ছিল। মঙ্গলবার তিনি AICC সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন। কংগ্রেসের সাধারণ সদস্যপদ থেকেও পদত্যাগ করলেন মইনুল।

রাজনৈতিক সূত্রের দাবি, কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোদ দেবেন মইনুল হক। কংগ্রেস শিবির কার্যত মইনুল হকের পদত্যাগের অপেক্ষাতেই ছিল। এদিন সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী স্বীকারই করে নিয়েছিলেন যে কংগ্রেস ছাড়ছেন মইনুল। অধীর বলেন, “আমরা তো আটকাতে পারব না। যে যাচ্ছে তাঁকে জিজ্ঞেস করুণ কি জন্য যাচ্ছেন। আমাদের কোন দোষ থাকলে বলবেন, আমরাও ভাবব সেটা”।

কংগ্রেস শিবিরের আশঙ্কা, কিছুদিনের মধ্যে আরো কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।