এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কংগ্রেস অফিসে প্রার্থীরা, পাহাড়ায় অধীর

Published on: February 12, 2022

প্রার্থীরা পার্টি অফিসে । রাত পাহাড়ায় অধীর। শুক্রবার কংগ্রেসের দুই প্রার্থীর  মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থীদের ঘরে রাখতে  প্রার্থীদের পার্টি অফিসে নিয়ে এসে কার্যত  সারারাত প্রার্থী পাহাড়া দিলেন অধীর।  শনিবার বহরমপুরে কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন, সন্ত্রাস হচ্ছে বহরমপুর শহরে।

অধীরের অভিযোগ, কংগ্রেস প্রার্থীদের জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে শুক্রবার। সেই খবর জেনে রাত্রেই প্রার্থীদের পার্টি অফিসে চলে আসতে নির্দেশ দেন বহরমপুরের সাংসদ।

অধীর বলেন, “ আমি নিজে কালকে এই ঘটনা শোনার পর আমি  সবাইকে বললাম পার্টি অফিসে চলে আসুন আপনারা যারা ক্যান্ডিডেট। আমি গোটা রাত পার্টি অফিসেই ছিলাম” ।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন অধীর। অধীর বলেন, “এখানকার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে এখানকার পুলিশ, এখানকার নেতৃত্ব, আই প্যাক- এই ত্রিমূর্তির নির্বাচন এটা।  এখানকার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভ্রান্ত করছে  ভুল রিপোর্ট পাঠিয়ে” ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now