এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

কংগ্রেসে যোগ দিয়েই মোশারফ কংগ্রেস দলের পক্ষে নওদা বিধানসভার অবজার্ভার

Published on: February 24, 2021

মধ্যবঙ্গ ব্যুরো রিপোর্ট :বহরমপুর মুর্শিদাবাদ ২৪ শে ফেব্রুয়ারী – সদ্য কংগ্রেসে যোগ দেওয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ওরফে মধুকে জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা বুধবার নওদা বিধানসভার নির্বাচনী অবজার্ভার হিসেবে নিয়োগ পত্র দিলেন। রাজনৈতিক মহলের অনুমান নওদা বিধানসভা এলাকাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে চাইছেন মোশারফ । লক্ষ আগামী বিধানসভায় কংগ্রেস প্রার্থী হিসেবে নওদা থেকে প্রতিদ্বন্দিতা করা। আর সদ্য দলবদল করে  কংগ্রেস দলে যোগ দিয়েই মোশারফ দলীয় রাশ নিজের পক্ষে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করলেন বলে দাবি অভিজ্ঞমহলের। যদিও মোশারাফ বলেন দল আমায় যে দ্বায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করবো। ভোট ঘোষনার আগেই মোশারফ নওদায় কোমড় বেঁধে ঝাঁপিয়ে পড়তে চাইছেন। যা শুলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব  পাল্টা বলছেন দেখুন না কি হয় নওদায়। যারা  অতীতে মোশারফের জ্বালায় তৃণমূল ছেড়ে  কংগ্রেসে যোগ দিয়েছিলেন আজ তারাই ফের কংগ্রেস ছেড়ে তৃণমৃলের পথে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now