ওমিক্রনের উপসর্গ লুকিয়ে নেই তো আপনার শরীরে ? জানা গেল ওমিক্রনের উপসর্গগুলি Omicron symptom

Published By: Madhyabanga News | Published On:

করোনার দ্বিতীয় রূপ ডেল্টার থেকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে ছড়াচ্ছে | অনেকেই ওমিক্রন কে হাল্কা ভাবে নিচ্ছেন | কিন্তু চিকিৎসকরা বার বার এই বিষয়ে সতর্ক করছেন | এর মাঝেই অনেকেরই প্রশ্ন কিভাবে বুঝবেন তাঁরা ওমিক্রন আক্রান্ত?

ব্রিটেনের একটি গবেষণা পত্র থেকে জানা যাচ্ছে ওমিক্রনে কি কি উপসর্গ দেখা দিতে পারে?প্রকাশিত গবেষণা পত্রে বিভিন্ন উপসর্গের কথা বলা হচ্ছে! আসুন জেনে নেওয়া যাক কোন অবস্থাতেই আপনি সতর্কিত হবেন –

• সর্দি, কাসি, নাক দিয়ে জল পড়ার প্রবণতা থাকছে প্রায় ৭৩% মানুষের |

•৬৮% মানুষের মাথা ব্যথার সমস্যা দেখা যাচ্ছে |তারপাশাপাশি ক্লান্তি কাটছে না প্রায় ৬৪% রোগীর |

•হাঁচি ও গলা ব্যাথার সমস্যা থাকছে ৬০% রোগীর |

•কাঁপুনি দিয়ে জ্বর আসছে ৩০%রোগীর |

•২৩%রোগীর পেশিতে টান ধরছে |

•১৯%রোগী গন্ধ হারাচ্ছেন | অনেক রোগীর ক্ষেত্রে বুকে ব্যাথার সম্ভাবনা থাকছে |

•অনেক রুগীর জিভে ঘা হতে দেখা যাচ্ছে |

বর্তমানে করোনার এই তৃতীয় ঢেউ এর সংক্রমনের উপসর্গ নিয়ে বিজ্ঞানীরা বলছেন ‘একদম সাধারণ উপসর্গ থাকছে, নিজেরা প্রথমেই সতর্ক না হলে সংক্রমণ আরও বাড়তে থাকবে’ |

গবেষণা পত্রে স্পষ্টই উল্লেখ করা হচ্ছে “If you have a strange symptom or even just a headache and fatigue, stay at home.”

অর্থাৎ সামান্য থেকে সামান্য উপসর্গ দেখা দিলেই নিভৃতাবাসে থাকার কথা জানাচ্ছেন | এবং বারবারই বলা হচ্ছে মাস্ক ব্যবহার করতে |

See also  IGNOU 2022: ডাউনলোড করা যাচ্ছে June22 পরীক্ষার হল টিকিট, কীভাবে ডাউনলোড করবেন IGNOU TEE Admit Card Released