ঐন্দ্রিলার স্মরণে রক্তদান শিবির বহরমপুরে!

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  গত ২০ শে নভেম্বর না ফেরার দেশে পারি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে মারণ রোগে আক্রান্ত ছিলেন এই অভিনেত্রী। চিকিৎসা চলছিল তবে থেকেই। সুস্থ হয়ে দর্শকদের উপহার দিয়েছিলেন একাধিক মেগা সিরিয়াল ও সিনেমা। এরপর ১ লা নভেম্বর হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আর বাড়ি ফেরেননি ঐন্দ্রিলা। ২০ দিনে ধরে হাসপাতালে দুঃসাহসিক জীবনযুদ্ধের পর তাঁর দেহাবসান হয়। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন সিনে ইন্ডাস্ট্রি সহ বহরমপুর শহরবাসীও।

 

ঐন্দ্রিলা চলে গিয়েছেন আজ প্রায় ১০ দিন। শহরের মেয়ে ঐন্দ্রিলাকে স্মরণ করতে বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের। বহরমপুর শহরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা একত্রে এই রক্তদান শিবিরের আয়োজন করে। সকাল থেকে এই রক্তদান শিবিরে বেশ সারা পরে। উদ্যোক্তা পার্ট সারথি দত্ত,যোগমায়া নাথ। প্রণব কুন্ডুরা জানান,    শহরের মানুষ তথা তরুণ প্রজন্মও এগিয়ে এসেছেন  রক্ত দিতে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো অব্দি এই রক্তদান চলে।