এল খুশির ইদ , মুর্শিদাবাদ জেলাজুড়ে আনন্দের ছবি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজঃ  এসেছে ইদ। গরমও কমেছে কিছুটা । সকাল  ইদের উৎসবে শামিল হয়েছে মুর্শিদাবাদ জেলার মানুষ। সকালেই  থেকেই এলাকায় এলাকায় হয়েছে ইদের নামাজ। এক মাস সিয়াম সাধনার পর  শনিবার   ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন ধর্মপ্রাণ মানুষ। তবে ধর্মের পাঁচিল উপেক্ষা করে  উৎসবে শামিল সকলেই। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের লোহরপুর ইদগাহ ময়দানে  আজ  এক সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন হাজার হাজার মানুষ। সকাল ৭ টাই মাদ্রাসা জামেয়া মোহাম্মাদিয়া দারুল ওলুম মাদ্রাসার সহকারী হেড মোদারদেশ মাওলানা নুরুল ইসলাম কাশেমীর ঈমামতিতে এই সুবিশাল ইদের  নামাজের জামাত সম্পন্ন হয়। চাচন্ড, লোহরপুর, জালাদিপুর, বাসুদেবপুর, সাহেবনগর, গাম্ভারতলা, তালতলা, নিমতলা, শিকদারপুর, উত্তর মোহাম্মাদপুর সহ প্রায় ২০ থেকে ২৫ টিরও বেশি গ্রামের  মানুষ এই ইদগাহে নামাজ আদায় করেন।  মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার দক্ষিণ হরিহারপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় হয় ।উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরাও।