মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ পারিবারিক পুজো রূপান্তরিত হয়েছে সার্বজনীন পুজোয়। মুর্শিদাবাদের কান্দির এরোয়ালী বড় পাঁচানীর সাড়ে তিনশো বছরের প্রাচীন কালী পুজো। দীপান্বিতা অমাবস্যায় দেবীর আরাধনায় প্রাচীন ঐতিহ্য ও রীতি আজও অটুট। সেজে উঠেছে পুজো প্রাঙ্গন । দেবীর সাবেকি প্রতিমা, সোমবার অমাবস্যা তিথিতে বিশেষ ভাবে পূজিত দেবী। শক্তির আরাধনায় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম পুজো প্রাঙ্গনে। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল বলি প্রথা ।এরোয়ালী বড় পাঁচানী কালী পুজো কমিটির পুজো ঘিরে উৎসবের আমেজ এলাকায়। পুজো উদ্যোক্তারা বলছেন, পুজোকে ঘিরে অটুট রয়েছে সম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতিত্ব