এনামুলের ভাগ্নের রাইস মিলে এবার সিআইডি’র হানা ! গরু পাচারে তদন্তে নতুন মোড় ?

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শুক্রবার তদন্তে নেমে মুর্শিদাবাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি রাইস মিলে হানা দিল সিআইডি। রঘুনাথগঞ্জ থানার তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই রাইস মিলে পৌছায় সিআইডি’র দল। জানা গিয়েছে ওই রাইস মিলটি গরু পাচার কান্ডে ধৃত এনামুলের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর । জেএইচএম রাইস মিলে এই মুহূর্তে তল্লাশি চলছে । সিআইডি’র প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিএসপির । সিআইডি’র দলের সাথেই আছে দরঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও । ওই রাইস মিলের সাথে গরু পাচারের নেটওয়ার্কের যোগ খতিয়ে দেখছে সিআইডি।

গরু পাচার কান্ডের তদন্তে মুর্শিদাবাদে তৎপরতা তুঙ্গে সিআইডি’র CID । শুক্রবার সকালে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয় গরু পাচার কান্ডে ধৃত জেনারুল শেখকে Jenarul Sekh । এনামুল ঘনিষ্ট জেনারুলকে এদিন জেরা করে সিআইডি । সেখানে জেরা হয় তাঁকে। এদিন ফের জঙ্গিপুরের Jangipur উদ্দেশ্যে রওনা দেয় সিআইডি’র তদন্তকারী দল। রঘুনাথগঞ্জের রাইস মিলে পৌঁছে কর্মচারীদের সাথে কথা বলছেন সিআইডি আধিকারিকরা। খোঁজ নেওয়া হচ্ছে রাইস মিলের জমি নিয়েও।