এখানেই বন্দি ছিলেন নেতাজী ! Netaji In Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

এখন এখানে বহরমপুর মানসিক হাসপাতাল। এক সময়ের বহরমপুরের কেন্দ্রীয় সংশোধনাগার ছিল এই বাড়ি। এখানেই বন্দি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। রাজবন্দি হয়ে বহরমপুর আসা অবশ্য সুভাষ চন্দ্র বসুর দ্বিতীয় বার বহরমপুর আসা। প্রথমবার ১৯১৩-১৪ সালে মুর্শিদাবাদ ভ্রমণের পর ১৯২৩ সালে তাঁকে বহরমপুর নিয়ে আসা ব্রিটিশ পুলিশ।

প্রেসিডেন্সি জেল থেকে ৩ নম্বর রেগুলেশন আইনের বন্দী সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় বহরমপুর ডিস্ট্রিক্ট জেলের ৭ নম্বর ঘরে।   ১৯২৩ সালে নেতাজিকে  রাজবন্দি হিসেবে বহরমপুর জেলে স্থানান্তরিত করা হয়। জেলার ৭ নম্বর ঘরে রাখা হয়েছিল এই হাই প্রোফাইল বন্দিকে।

অনেকে দাবি করেন, নেতাজির উদ্যোগেই জেলা শুরু হয় দুর্গাপুজো। সেই পুজো এখনও চলছে বহরমপুরে কেন্দ্রীয় সংশোধনাগারে। তবে জেলের সেই পুরোনো বিল্ডিং অবশ্য এখন বন্দিদের জন্য ব্যবহার করা হয় না। কার্যত পরিত্যক্ত হয়েই পড়ে আছে ওই অংশ। আর পুরোনো জেলা বদলে গিয়েছে বহরমপুর মানসিক হাসপাতালে।