এক সপ্তাহের মুর্শিদাবাদের করোনা গ্রাফ

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও দৈনিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। একসপ্তাহের মাথায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অনেকটাই। গত শনিবার মুর্শিদাবাদ জেলায় ৪৮ জন করোনা আক্রান্তের খোজ পাওয়া যায়। এর পর প্রত্যেকদিনই গোটা জেলায় করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতে থাকে। রবিবার ৩৮ জন, সোমবার ৪৭ জন, মঙ্গলবার ৮৩ জন, বুধবার ১২৮ জন, বৃহস্পতিবার ৭২ জন, শুক্রবার ১০১ জন, এবং শনিবার ৯১ জন। গত শনিবার থেকে আজ শনিবার এক সপ্তাহে রোজই জেলার বিভিন্ন ব্লক মিলিয়ে করোনা
আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার বেলডাঙা ব্লক, বেলডাঙা পৌরসভা এলাকা এবং বহরমপুর সহ সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি আক্রান্তের খোজ পাওয়া যায়। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৬৭ জন। যদিও পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার তবে মুর্শিদাবাদ জেলায় করোনার দৈনিক সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের।