এক বেলার ঝড়ে জেলাজুড়ে ক্ষতি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  শুক্রবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপটে সালার থানার তালিবপুর, সরমস্তিপুর সহ একাধিক গ্রাম লন্ডভন্ড  । ঝড়ের তান্ডবে আহত হয়েছেন  দশ জন। আহতদের মধ্যে রয়েছে কয়েকজন শিশুও । আহতরা সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এদিন সন্ধ্যায় প্রচন্ড বেগে ঝড় শুরু হয়। বেশকিছু বাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি গাছ ভেঙে পড়ে। ঝড়ের দাপটে গাছ এর ডাল ভাঙে। ঝড়ের পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান সালর ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তারা।

ঝড়ের দাপটে শতাব্দী প্রাচীন নীম গাছ ভেঙ্গে পরে  বড়ঞা থানার ববরবপুরে । শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির একাংশ, বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার পাশাপাশি গাছের ডাল হলদিয়া – ফরাক্কা রাজ্য সড়কের ওপর ভেঙে পড়ে, ফলে যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তা থেকে গাছ এর ডাল সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে একাধিক খুঁটির তার ছিঁড়ে পরায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে ববরপুর সহ একাধিক এলাকা। ঝড় একপ্রকার বিপর্যস্ত জনজীবন।