এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

এক বাইকে তিন বন্ধু, নেই হেলমেট। মৃত্যু ৩ জনের । বহরমপুরে বাইক দুর্ঘটনা

Published on: January 13, 2023

মামিনুল ইসলামঃ হরিরপাড়াঃ  বহরমপুরের গজধরপাড়া এলাকায় ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল ৩ যুবকের।  বাইককে করে খিদিরপুর কলোনী এলাকা থেকে বহরমপুর  যাওয়ার সময় রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে ধাক্কা লাগে  বাইকের। তিনজনই হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনি এলাকার বাসিন্দা। তিন যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে খিদিরপুর কলোনির বাসিন্দা সৌভিক বিশ্বাস , সোমনাথ বিশ্বাস ও গদাই ঠিকাদার বাইকে করে খিদিরপুর কলোনি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন । পথে বহরমপুর থানার গজধরপাড়া এলাকায় বাইক নিয়ন্ত্রন হারিয়ে  রাস্তার পাশে ইলেকট্রিক পোস্টে থাক্কা মারে। দুর্ঘটনার সময় কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের।  বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাকি দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তিন যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now