এক ফোনেই চেয়ারম্যানের নাগাল, বহরমপুরে নয়া পরিষেবা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ এক ফোনেই এবার চেয়ারমানের নাগাল। জানানো যাবে শহরের মানুষের সুবিধা, অসুবিধা। আগেই ফোনে মেয়রের কাছে সমস্যা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল কলকাতা কর্পোরেশন। পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের পদচিহ্ন অনুসরণ করে এবার “চেয়ারম্যান অন কল” পরিষেবা চালু হচ্ছে বহরমপুরে।

সদ্য   বহরমপুর পৌরসভার  চেয়ারম্যান হয়েছেন  নাড়ু গোপাল মুখার্জী। চেয়ারম্যানের  উদ্যোগেই  ১  এপ্রিল থেকে শুরু হতে চলেছে “চেয়ারম্যান অন কল” পরিষেবা ।  ৮০৬৯২৩১১১১/8069231111 -এর নম্বরে ফোন করে জানানো যাবে শহরের বিভিন্ন সমস্যার কথা, দেওয়া যাবে বিভিন্ন বিষয়ে মতামত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমস্যা লিপিবদ্ধ করবে পৌরসভা। পৌঁছে দেওয়া হবে পৌরসভার চেয়ারম্যানের কাছে।