
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৩ মার্চঃ একই মিছিলে দুই দলের দুই প্রার্থী। মঙ্গলবার এই ছবিই দেখা গেল ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী কামাল হোসেনের মিছিলে।
এদিন লালগোলা ব্লকের যশইতলা গ্রাম সহ বিভিন্ন এলাকায় পরিক্রমা করে মিছিল। সিপিআই(এম) প্রার্থীর সাথে পায়ে পা মিলিয়ে হাঁটলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হেনা। তিনি আবার লালগোলা আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীও বটে।

সামসেরগঞ্জ আসনে দুইদলের প্রার্থী দেওয়ার খবর সামনে আসতে জোট নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। তবে জেলা সিপিআই(এম) এবং কংগ্রেস নেতৃত্বের দাবি জোট অটুট রেখেই ভোট হবে।
এর মাঝেই জোটের এই ছবি স্বস্তি দিচ্ছে দুই দলের সমর্থকদেরই।















