এক ওয়ার্ডে দুই প্রার্থী ! ধোঁয়াশা সামসেরগঞ্জে, “আমিই প্রার্থী”, দাবি বুলেটের

Published By: Madhyabanga News | Published On:

তৃণমূলে চরমে তালিকা বিভ্রাট। প্রার্থী ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় দলের অফিশিয়াল হ্যান্ডেলে প্রকাশিত হয় তৃণমূলের প্রার্থী তালিকা। এর পরেই ওঠে অসঙ্গতির অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান, নেটে প্রকাশিত তালিকা সম্পূর্ণ ঠিক নয়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সই হওয়া প্রার্থী তালিকা সামনে আসতেই দেখা যেয় রয়েছে বেশ কিছু পরিবর্তন। মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে প্রার্থী তালিকায় নতুন নাম।

নতুন লিস্টে ধূলিয়ানের ১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম পালটে যাওয়ায় বিপাকে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত তালিকায় নাম ছিল মইদুল হক ওরফে বুলেটের। কিন্তু নেতাদের সই করা তালিকায় আবার নাম রয়েছে মুস্তাক আহমেদের।
মুস্তাক আহমেদের দাবি, সই করা যে লিস্ট সেই লিস্টই ফাইনাল। আজই দেওয়াল লিখনের কাজ শুরু হবে।

যদিও নিজেকেই প্রার্থী বলে ঘোষণা করেছেন ছিল মইদুল হক ওরফে বুলেটে । বুলেটের দাবি, “দল আমাকে সিলেক্ট করেছে, আমার নাম ওয়েবসাইটে আছে। এখনও পর্যন্তে আমি সিলেক্ট হয়ে আছি। আশা করছি আমিই থাকবো”। তবে পরিবর্তন হলে দল সিদ্ধান্ত নেবে বলেই জানান মইদুল হক। এদিন কর্মীদের নিয়ে দেওয়ালও লেখেন মইদুল।