মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৩ ফেব্রুয়ারিঃ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে একুশের ভোট ।ভোটের মুখে মুর্শিদাবাদে নয়া কমিটি গড়লেন অধীর চৌধুরী। পুরোনো মুখে ঝেড়ে ফেলে, নতুনদের দিয়েই ভোট করাতে চাইছেন অধীর।
আট জনকে নিয়ে গঠন করা হয়েছে নতুন কমিটি। আহ্বায়ক হয়েছেন শিলাদিত্য হালদার। কমিটিতে আছেন সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ফেরা জেলা পরিষদ সভাধিপতি, মোশারফ হোসেন মধু, কান্দীর বিধায়ক সফিউর রহমান ওরফে বনু খাঁ, ডোমকলের আব্দুর রহমান, জঙ্গীপুরের হাসানুজ্জামান বাপ্পা, লালগোলার মর্তুজা হোসেন বকুল, বহরমপুরের হীরু হালদার, হরিহরপাড়ার কংগ্রেস নেতা মীর আলমগির পলাশ। আট জনের এই কোর কমিটির হাতেই থাকছে বিধানসভা ভোটের দায়িত্ব । বুধবার, ২৪ ফেব্রুয়ারি প্রথম বারের মতো বসতে চাইছে এই কমিটির বৈঠক।
বৈঠক হবে জেলা কংগ্রেস দপ্তরেই। দলীয় সূত্রে খবর, এদের মধ্যে বেশ কয়েকজনকে বিধানসভা নির্বাচনে প্রার্থীও করতে পারে কংগ্রেস।
একুশের ভোট এবার প্রেস্টিজ ফাইট জেলা কংগ্রেসের কাছে। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতির জেলায় ভোট প্রস্তুতির দিকে নজর রয়েছে রাজ্য কংগ্রেস নেতৃত্বের। আসন সমঝোতা নিয়ে বৈঠক চলছে বাম-কংগ্রেস এবং আইএসএফের মধ্যে। আসন সমঝোতার মাঝেই জোটের বড় ভরসা রয়েছে মুর্শিদাবাদ নিয়ে।
অন্যদিকে মালদা মুর্শিদাবাদকে পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেসও।সংখ্যালঘু নিবিড় জেলায় বেশ কিছু আসন জিতবে বলে দাবি করছে বিজেপি’ও । সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় ভোটের লড়াই এবার টানটান।
টানটান লড়াইয়ে ইয়ং ব্রিগেডের উপরই ভরসা রাখতে চাইছেন বহরমপুরের সাংসদ।এই কমিটিই ঠিক করবে জেলায় ভোটের রণকৌশল। প্রার্থী বাছাইয়েও বড় ভুমিকা থাকবে নয়া কমিটির।
কমিটিতে নেই জেলার প্রবীণ কংগ্রেস নেতা, জেলা সভাপতি আবু হেনা, নেই ফারাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক, বেলডাঙ্গার বিধায়ক সফিউজ্জামান সেখে, জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বা মাহফুজ আলম ডালিম, মহম্মদ জহরের মতো দুঁদে কংগ্রেস নেতারা। কমিটিতে নেই যুব কংগ্রেসের জেলা সভাপতি নরোত্তম সিংহও।
নতুন টিম গড়ে দিয়ে দলে তরুণদেরও আস্থা পেতে চাইছেন অধীর। বুধবার বৈঠকে কী হয়, সেই দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অধীরের ইয়ং ব্রিগেড কী করে, সেই নিয়ে অধীর অপেক্ষায় তৃণমূল, বাম, বিজেপি মহলও।