একাদশীর সকালে নৌকা বাইচ করে বিসর্জন রহস্যে ঘেরা পেটকাটি দুর্গার

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদ জেলার অধিকাংশ গ্রামীণ বনেদি পরিবারের দুর্গাপুজো ঘিরে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস। রঘুনাথগঞ্জের গদাইপুরের পেটকাটি দুর্গাকেও ঘিরে লুকিয়ে রয়েছে এক প্রাচীন লোককথা। রঘুনাথগঞ্জের গদাইপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো প্রায় চারশো বছরের প্রাচীন। দশমীর দিন নৌকো করে পেটকাটি দুর্গাকে আনা হয় রঘুনাথগঞ্জ সদর ঘাটে।

একে একে সমস্ত দুর্গাকে আনা হয় সদর ঘাটে। বসে মেলা। চলে বাইচ প্রতিযোগিতা। পেটকাটি দুর্গার সামনে একে একে বির্সজন হয় দুর্গা প্রতিমা, তার পর একাদশীর সকালে রঘুনাথগঞ্জ শ্মশানঘাটে পেটকাটি দুর্গাকে বির্সজন দেওয়া হয়। শনিবার সকাল থেকেই পেটকাটি দুর্গাড় বিসর্জন দেখতে বহু উৎসাহী মানুষ গঙ্গার দুধারে ভিড় জমান