একাডেমি পুরষ্কারের অর্থ ওদের হাতেই , বহরমপুরে শুরু রেপার্টরি থিয়েটার নাট্যোৎসব

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুর রেপার্টরি থিয়েটার নাট্যোৎসব ২০২২- ২৩ এর সূচনা হল খাগড়া এবিটিএ হলে। সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন অনুষ্ঠানে বিভিন্ন দল নাটক মঞ্চস্থ করেন। রেপার্টরি থিয়েটার এর কর্নধার বিশিষ্ট নাট্যকর্মী প্রদীপ ভট্টাচার্য’এর তত্ত্বাবধানে সংশোধনগরের বন্দী দশায় নাটকের মঞ্চে পা রাখা শিল্পীদেরও সম্বর্ধিত করা হয়। এদিন পরিবেশ প্রেমী সংস্থা প্রকৃতি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সকল মানুষের হাতে বিভিন্ন রকমের গাছ এর চারা তুলে দেওয়া হয় ।

নাট্যোৎসবের প্রথম দিনেই নাট্য প্রেমীদের উপস্থিতি এবং উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি নাট্য একাডেমী পুরস্কারে সম্মানিত হয়েছে প্রদীপ ভট্টাচার্য। পুরষ্কার থেকে প্রাপ্ত অর্থ অনুদান তিনি তুলে দেন বুদ্ধদেব ও রুনা’র হাতে। তাদের দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এই কাজ বলে জানান প্রদীপ ভট্টাচার্য । প্রদীপ ভট্টাচার্যের হাত ধরে জেলে নাটকের দলেই আলাপ হয় রুণা ও বুদ্ধদেবের। সেখান থেকেই প্রেম, বিয়ে, সন্তান। এখন সকলেই চাইছেন, সুস্থ ভাবে বেড়ে উঠুক দুই সন্তান। নাট্য উৎসবের আয়োজন সাথে এক মানবিকতার নজির দেখল এর শহর।