একদিনে রেকর্ড সংক্রমণে কপালে চিন্তার ভাঁজ আম জনতার

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাস- যে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে মুর্শিদাবাদ জেলায়। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় প্রায় ১০০ জনের কাছাকাছি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, ক্রমশ উরধমুখি এই করোনা গ্রাফকে নিম্নমুখি করা যাবে কি করে? তা নিয়ে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে টানা লকডাউনের পর সাপ্তাহিক লকডাউন ঘোষণা হয় সরকারি ভাবে। তবে অনেকেই বলছেন, টানা সম্পূর্ণ লকডাউন করা হোক আবারও।

অনেকেই বলছেন, শুধুমাত্র লকডাউন নয় সংক্রমণ রুখতে সাধারন মানুষকে আরও সচেতন হতে হবে। করোনা বিধিকে কঠোর ভাবে পালন করতে হবে।

করোনা রুখতে দিনরাত এক করে মানুষের সেবা করে যাচ্ছেন ফ্রন্ট লাইন ওয়ারীররা, অন্যদিকে সাধারন মানুষের দায়িত্ব কর্তব্য তাদের সহযোগিতা করা। সব নিয়ে করোনা অতিমারির প্রভাব থেকে মুক্তি পেতে চাইছেন সাধারন মানুষ। প্রত্যেকে চাইছেন, করোনা মুক্ত পৃথিবী।