এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দেখে নিন বজ্রপাতে কী করবেন , কী করবেন না; সোমবার জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৯ জন

Published on: June 7, 2021

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ৭ জুনঃ  সোমবার মুর্শিদাবাদে বজ্রপাত মৃত্যু হল ৯ জনের। সোমবার জেলাজুড়ে প্রবল দুর্যোগে বজ্রাঘাতে মৃত্যু হল ৯ জনের। এর মধ্যে ৬ জন রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর নওদা এলাকার বাসিন্দা।  বহরমপুরের নিমতয়ায় দুই জনের এবং সুতির অজগরপাড়ায় একজনের মৃত্যু হয়েছে। প্রতিদিন ঘটছে বজ্রপাতের ঘটনা। জেনে নিন কীভাবে বাঁচবেন বজ্রপাতের হাত থেকে।  বাড়ির বাইরে থাকলে ঘরের ভিতর আশ্রয় নিন। সম্ভব হলে পাকা বাড়ির ভিরতে আশ্রয় নিন। খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতোটা সম্ভব নীচু হয়ে গুটিশুটি মেরে বসে পড়ুন, তবে মাটিতে শুয়ে পড়বেন না।

 

বাড়ির বাইরে থাকলে কী করবেন ?

১) ঘরের ভিতর আশ্রয় নিন। সম্ভব হলে পাকা বাড়ির ভিরতে আশ্রয় নিন।

২)খোলা জায়গায় অথবা মাঠে কাজ করার সময় আশ্রয়ের জায়গা না থাকলে যতোটা সম্ভব নীচু হয়ে গুটিশুটি মেরে বসে পড়ুন, তবে মাটিতে শুয়ে পড়বেন না।

৩) যদি যানবাহনের মধ্যে থাকেন তাহলে জানালা তুলে দিন।

৪) খোলা জায়গায় কোনও বড় গাছের নীচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে কমপক্ষে ৪ মিটার দূরে থাকুন।

৫) ঝুলে থাকা অথবা ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন।

৬) জলাশয় থেকে দূরে থাকতে হবে।

৭) ওভারহেড বৈদ্যুতিক তার এবং খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

৮)  মাছ ধরতে যাবেন না।

ঘরের ভিরতে থাকলে কী করবেন ?

১) বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলি লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।

২)ছাদ, জানালা এবং বারান্দা থেকে দূরে থাকুন।

৩) বৈদ্যুতিক এবং ইলেক্ট্রনিক্স যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকুন।

৪)বাড়িতে যথাযথ বজ্র নিরোধকের ব্যবস্থা করুন।

ইস্পাত লোহা জাতীয় জিনিসে হাত রাখতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now