একদিনের জন্য ফিরছে দাঁড়িপাল্লা ; ঐতিহাসিক ওজন মাপার যন্ত্র

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ আসছে নতুন বছর । ফিরছে দাঁড়িপাল্লা । তবে, অন্যবারের মতো একদিনের জন্যই; বলছেন ব্যবসায়ী থেকে দোকান কর্মচারীরা। বেশিরভাগ দোকানেই গণেশ পুজো হয় , নতুন খাতা, পঞ্জিকা, নতুন বাংলা ক্যালেন্ডার এর উদ্বোধন হয় । তবে এর সাথেই আরও একটা রীতি ছিল  “দাঁড়ি পাল্লা”র  পুজো! হারিয়ে গিয়েছে দাঁড়িপাল্লা পুজোর রীতি। তবে অনেকেই একদিনের জন্য বের করছেন পুরোনো দাঁড়িপাল্লা।

মুদিখানা দোকানেও  দাঁড়ি পাল্লার চল হারিয়ে গিয়েছে  । আধুনিকতার যুগে এখন সব দোকানেই “ডিজিটাল ওয়েট মেশিন ”। বেশিরভাগ বিক্রেতা জানাচ্ছেন,  “ বছর দশেক আগেও দাঁড়ি পাল্লার ব্যবহার ছিল এখন আর হয় না। এখন শুধু পয়লা বৈশাখ বা বিশ্বকর্মা পুজোতেই বের করা হয়, একটু ফুল জল দেওয়া হয়” ।

তারপর আবার তুলে রাখা  ঐতিহাসিক ওজন মাপক যন্ত্র,  দাঁড়ি পাল্লা। জানলে অবাক হবেন  আজকের  লুপ্ত প্রায় দাড়িপাল্লা ব্যবহার প্রথম ভারতবর্ষেই চালু হয়েছিল ।ইতিহাসবিদরা বলছেন আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ সাল থেকে ওজন মাপার যন্ত্র হিসেবে এই দাড়িপাল্লার ব্যবহার শুরু হয় ভারতবর্ষে ।