মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১৬জুনঃ রাজ্যে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া আরো সহজ করল রাজ্য সরকার । এবার হোয়াটস্যাপেই করা যাবে ভ্যাকসিনের স্লট বুক । 8335999000 এই নাম্বারে WhatsApp এ মেসেজ পাঠালে আসবে কিছু প্রশ্ন। সেই সব প্রশ্নের জবাব দিয়ে আপনি করে নিতে পারেন ভ্যাকসিনের স্লট বুকিং।
মঙ্গলবার রাজ্যে ‘সিভিআর’ (CVR) নামের একটি অ্যাপ চালু হয়। ‘সিভিআর’ নামের অ্যাপ উদ্বোধন করে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অ্যাপের মাধ্যমেও করা যাবে ভ্যাকসিনের স্লট বুকিং। চন্দ্রিম ভট্টাচার্য জানান, কো ইউনের মাধ্যমে ভ্যাকসিনের স্লট বুকিং করতে অনেক সমস্যা হচ্ছিল। প্রক্রিয়া সহজ করতেই নতুন অ্যাপ চালু করল রাজ্য।
রাজ্যের যেকোন প্রান্তের মানুষ এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।