এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

উৎসবের রাতেও অব্যাহত গোষ্ঠী কোন্দল , ডোমকলে বোমাবাজি

Published on: November 15, 2020

ইমাজিন ডেস্কঃ১৫ নভেম্বরঃ দীপাবলির রাত্রে বোমার শব্দে কেঁপে উঠল ডোমকল। বাজি নয়, বোমাবাজিতে ঘুম উড়ল ডোমকলের ধূলাউরির মানুষের। শনিবার গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ করে বোমাবাজির অভিযোগ উঠল ডোমকলের ধূলাউরি এলাকায় । অভিযোগ, গ্রাম পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলামের বাড়িতে বোমা ছোঁড়া হয় । পরিবারের সদস্যরা ঘরে ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি । ঘটনায় পঞ্চায়েত সদস্য তাসিকুল ইসলাম সরাসরি অভিযোগ করেছেন তৃনমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামী আসাদুল ইসলামের বিরুদ্ধে । তাসিকুলের অভিযোগ গত পঞ্চায়েতের কাজের দুনীর্তির বিষয়ে মহকুমা শাসকের কাছে আর টি আই অ্যাক্টে অভিযোগ করার পর থেকেই নানা ভাবে হুমকি । ঘটনা তারই অঙ্গ। । যদিও এবিষয়ে পঞ্চায়েত প্রধান আঙ্গুরা বিবির স্বামী আসাদুল ইসলাম সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন । এই সাথে তাঁর কোন যোগ নেই এটা রাজনৈতিক চক্রান্ত প্রধানকে ফাসাতে এমন ঘটনা ঘটান হয়েছে বলে দাবী অভিযুক্তের। ডোমকল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now