উচ্চমাধ্যমিকের মুর্শিদাবাদের সেরা ১০ ! দেখুন জেলার সম্পূর্ণ মেধাতালিকা WB HS Murshidabad Result

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ শুক্রবার প্রকাশিত হল  উচ্চ মাধ্যমিক ২০২২ এর ফলাফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৪৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করে । রাজ্যের মেধাতালিকার পাশাপাশি জেলার মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফলে জেলার জয়জয়কার। রাজ্যের মেধাতালিকায় ইতিমধ্যেই স্থান অধিকার করে নিয়েছে মুর্শিদাবাদে চার কৃতি। রাজ্যের মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে অরঙ্গবাদ হাইস্কুলের ছাত্র প্রণীত  কুমার দাস, যার প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রনীত,মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। জেলার মধ্যে দ্বিতীয় এবং রাজ্যস্তরে সপ্তম স্থান অধিকার করেছে বহরমপুর এর মহারানী কাশীশ্বরী গার্লস হাই স্কুলের ছাত্রী সূর্যাণী  মন্ডল-  প্রাপ্ত নম্বর ৪৯২। মুর্শিদাবাদ জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে অরঙ্গবাদ হাই স্কুলের ছাত্র ইন্দ্রদীপ ধর, যার প্রাপ্ত নম্বর ৪৯০। ইন্দ্রদীপ রাজ্য স্তরের মেধাতালিকায় নবম স্থানাধিকারী। রাজ্য স্তরের মেধা তালিকায় দশম অধিকার করেছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল এর ছাত্র সৌহার্দ্য ঘোষ, প্রাপ্ত নম্বর ৪৮৯ ; সৌহার্দ্য জেলাভিত্তিক মেধাতালিকায় চতুর্থ স্থান অধিকারী।

মুর্শিদাবাদ জেলায় পঞ্চম স্থান অধিকার করেছে গরাবাজার শিল্পমন্দির এর ছাত্রী পর্ণা প্রামানিক। পর্নার প্রাপ্ত নম্বর ৪৮৮। ষষ্ঠ স্থান অধিকার করেছে জেমো এন এম হাই স্কুলের ছাত্রী সুদেষ্ণা ঘোষ। সুদেষ্ণার প্রাপ্ত নম্বর ৪৮৭।

মুর্শিদাবাদ জেলার মধ্যে উচ্চ মাধ্যমিকে ৪৮৬ নম্বর পেয়ে যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছে জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ছাত্রী মৌমিতা হালদার এবং রংপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের ছাত্র বিপ্রতীপ দাস ।

মুর্শিদাবাদ জেলার প্রথম 10 মেধাতালিকায় অষ্টম স্থানে রয়েছে তিনজন। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৫। ৯৭ (%) শতাংশ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের ছাত্র রোহান শেখ, সালুয়া ডাঙ্গা হাই স্কুলের ছাত্রী জুলেখা খাতুন ও রঘুনাথগঞ্জ হাই স্কুলের ছাত্র মনদীপ দাস।

জেলা স্তরে নবম স্থানে রয়েছেন চারজন। 484 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে লালবাগ মহারাজা মণীন্দ্রচন্দ্র হাই স্কুলের ছাত্রী সৃজিতা চক্রবর্তী , রঘুনাথগঞ্জ হাই স্কুলের ছাত্র অনীশ দে, পুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলের ছাত্রী সুতপা দে এবং মহারানী কাশীশ্বরী স্কুলের ছাত্রী রুচিতা মন্ডল।

মুর্শিদাবাদ জেলার মধ্যে উচ্চমাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে 5 জন। এই 5 জন হল গুরুদাসপুর এস এন হাসান হাই স্কুলের ছাত্রী সারিয়া খাতুন, রঘুনাথগঞ্জ হাই স্কুলের ছাত্রী অরিত্রী মুখার্জি,কান্দি রাজ হাই স্কুলের ছাত্র দেবাক্ষ সিদ্ধান্ত, সাগরপাড়া হাই স্কুলের ছাত্র বিলাস ঘোষ, শরিফা হাই মাদ্রাসার ছাত্রী মৌসুমী সরকার এবং জোৎকমল হাই স্কুলের ছাত্র অয়ন দাস। এদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৮৩।

সার্বিকভাবে জেলার ফলাফলে খুশি শিক্ষা মহল । শিক্ষক মহলে অনেকেই বলছেন কোভিড পরিস্থিতি না থাকলে জেলা থেকে আরও ভালো রেজাল্ট হয়তো হতো। মধ্যবঙ্গ নিউজ এর পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলায় দশম স্থানাধিকারী বিলাস ঘোষের সাথে যোগাযোগ করা হলে বিলাস জানান, “ খুশি, তবে আরো একটু ভালো রেজাল্ট হয়তো হতো। আমার কোন গৃহশিক্ষক ছিল না, এবং করোনার কারণে সেই ভাবে ক্লাসও করতে পারিনি। তবে স্কুলের শিক্ষকরা যথেষ্ট সাহায্য করেছে। নিজের স্কুল কে রাজ্যস্তরে রিপ্রেজেন্ট করতে পারলে আরো ভালো লাগতো ” |