উচ্চমাধ্যমিকঃ ফেল নিয়ে অসন্তোষ সংসদকে জানান, স্কুলগুলিকে অনুরোধ সংসদের

Published By: Madhyabanga News | Published On:

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন অসফল ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের প্রশ্ন, পরীক্ষা না নিয়েও কেন ফেল করানো হয়েছে ? এদিন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কার্যত ছাত্রছাত্রীদের অসন্তোষের কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

সংসদের প্রস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , প্রধান শিক্ষক শিক্ষিকাদের সাথে এই বিষয়ে কথা বলেছে সংসদ। স্কুলের প্রধানদের অনুরোধ করা হয়েছে তাঁরা যেন অবিলম্বে ছাত্রছাত্রীদের অসন্তোষের কথা সংসদের গোচরে আনেন। বলে হয়েছে, ” উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিযোগ গুরুত্ব সহকারে দেখবে”।