
মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ ১৯ এপ্রিলঃ ঈদের দিনে ভোট নয়। আর্জি জানালেন ইমামরা। সামসেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়েছিল নির্বাচন প্রক্রিয়া। নতুন দিন হিসেবে নির্বাচন কমিশন জানায় ১৩ মে হবে সামসেরগঞ্জে নির্বাচন। এই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা থাকায় দিনে আপত্তি জানিয়েছেন অনেকেই।
১৯ শে এপ্রিল প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে আগামী ১৩ ই মে ভোট হবে সামসেরগঞ্জে। যদিও ভোটের দিন নিয়ে সন্তুষ্ট নন সামসেরগঞ্জের আপামর জনতা। সংখ্যালঘু নিবিড় এই এলাকায় ঈদের দিন ভোট নিয়ে সমাজের সর্ব স্তরের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ । জনগণের একাংশ বলছেন, ১৩ অথবা ১৪ ই মে ঈদ। ভোটের দিন থিক করার আগে নজর দেওয়া উচিৎ ছিল। দাবি উঠেছে, জনগণের কথা বিবেচনা করে ভোটের দিন পরিবর্তন করা হোক। ভোটের দিন এগিয়ে আনা হোক কিংবা পিছিয়ে দেওয়া হোক।

একই কথা নির্বাচন কমিশনকে জানিয়ে চিঠি দিয়েছেন বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহঃ ইয়াহিয়া। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলিকেও। ইদুল ফিরতেরে তিন দিন পর থেকে যে কোণ দিনে নির্বাচন করার আবেদন জানান ইমামরা।















