‘ইয়াস’ আতঙ্কে আমচাষীরা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ২৫মেঃ একে লকডাউন তার উপরে ঝড়ের খবর; আকাশের মুখ থমথমে দেখে  প্রমাদ গুণছেন মুর্শিদাবাদের আম চাষীরা। ইয়াস ঝড় দুর্বল হয়ে পড়লেও মুর্শিদাবাদের এক এলাকায় নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। হচ্ছে বৃষ্টি । ঝড়, বৃষ্টিতে আম নষ্ট হয়ে যাব, আশংকা আমচাষীদের।

আগের বছর আমফান ঝড়ে লোকসানের মুখে পড়েছিলেন চাষীরা। নষ্ট হয়ে গিয়েছিল বাগানের আম। সেই লোকসানের ধাক্কা সামলে উঠতে পারেন নি অনেকেই।

আগের বছর আমের সিজনে ছিল লকডাউন, এই বছরও তাই। বাইরে থেকে আসছেন না ব্যবসায়ীরা। বিক্রি করবো কোথায় ? প্রশ্ন করছেন আম চাষীরা। গাছ হিসেবে দেড় লক্ষ, দুই লক্ষ টাকা দিতে হয় বাগানপিছু।

ধারদেনা করে এইবছর বাগান নিয়েছেন অনেকে। বিপদে পড়বেন তারাও, বলছেন সুতি পশ্চিমমাঠের  রবিউল মোমিন।

লকডাউন চলাই  এখনও দেখা মেলেনি আমের পাইকারী ব্যবসায়ীদের। তাহলে আম নিয়ে করবেন কী ? বুঝতে পারছেন না অনেকেই। ঝড় আসার খবরে কার্যত হতাশ চাষীরা।