ইসলামপুরঃ কাজু বাদাম ভেবে এই ফল খেয়েছিল শিশুরা, শুরু বমি , আশঙ্কাজনক ১ শিশু

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কাজু বাদাম ভেবে অন্য এক গাছের ফল খেয়ে মুর্শিদাবাদের ইসলামপুরে অসুস্থ হয়ে পড়ে ১২ জন শিশু। ইসলামপুর থানার অন্তর্গত মল্লিক পাড়া গ্রামে খেলার ছলে একাকার কচিকাঁচারা বাদাম ভেবে এই ফল খেয়েছে বলেই দাবি স্থানীয়দের । ঘরে ঘরে শিশুদের একই উপসর্গ অর্থাৎ বমি হওয়ায় সন্দেহ দানা বাঁধে এরপরেই সামনে এসে বুনো ফল খাওয়ার ঘটনা। অসুস্থ ১২ জনকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ১১ জন বাড়িতে ফেরত এলেও একজনের অবস্থা খারাপ হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঝোঁপ জঙ্গল এর বিষাক্ত গাছ কেটে ফেলার দাবি স্থানীয়দের।
প্রশ্ন হচ্ছে কেন গাছের ফলকে বাদাম ভেবে খেল শিশুরা? জানা যায়, চলতি ভাষায় এই গাছটির পরিচিতি কচা গাছ নামে। যদিও বৈজ্ঞানিক নাম জাটরোফা সারকাস। স্থানীয় নাম জামাল গোটা বা ব্যাগ ভেরেন্ডা। এর বীজ কোষ্ঠ পরিষ্কারক। আর এই গাছের ফলকে বাদাম ভেবে খেয়েই বিপত্তি ঘটল ইসলামপুরে।