ইচ্ছেমতো সাজান ঘর, শহর বহরমপুরে নতুন ফ্যাশন interior design

Published By: Madhyabanga News | Published On:

আর ‘থোর বড়ি খাড়া – খাড়া বড়ি থোর’ নয়। গৃহশোভাতেও আনতে পারেন ইচ্ছেমতো চমক। ইচ্ছেমতো interior’এ মেতেছেন শহর বহরমপুরের মানুষ ।

আপনার যেমন পছন্দ, আপনি যদি আপনার দেওয়াল একটুকরো পাহাড় দেখতে চান, বা সমুদ্র বা দেশ বিদেশের কোন জায়গার ছবি সবটাই 3D art আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে | আপনার সাধ্যের মধ্যে |

প্রথমে জেনে নেওয়া যাক, এই ইন্টেরিয়র ডিজাইন  কি? ইন্টেরিয়র ডিজাইনের  মাধ্যমে বিজ্ঞান সম্মত ভাবে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা হয়  | interior design = space planning, এমন কথাই কিন্তু বলছেন ইন্টেরিয়র ডিজাইনাররা  |  ঘরের ইন্টেরিয়র ডিজাইনের  মাধ্যমে ঘরের দেওয়াল এর রং থেকে পর্দা সবটাই সুন্দর করে সাজিয়ে দেন ডিজাইনাররা  |

এই ইন্টেরিয়র ডেকোরেটিং এর একটা বড়ো পার্ট হলো ফলস সিলিং | এই ফলস সিলিং এর মাধ্যমে ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি হয়ই তার সাথে ঘরের ছাদে যে সূর্যের তাপ সেটাও অনেকটা কমে | ছাদের ইন্টেরিয়র ডিসাইন মূলত কাঠ, প্লাই দিয়ে তৈরী | আর ঘরের আসবাব পত্র, ফলস ওয়াল সবটাই কাঠ বা প্লাই দিয়ে তৈরী | আর ওয়াল এর পেইন্টিং 3D আর্ট | দেখে মনে হয় একদম আসল |

MAROTHI INTERIOR এর কর্ণধার প্রদীপ মারুঠি জানান, “আমরা কাস্টমার এর চাহিদা অনুযায়ী তাদের ঘরকে সাজিয়ে তুলি | ক্লায়েন্টের চাহিদা, মনের ভাবনা ও পুঁজির কথা মাথায় রেখে ঘরের লাইট থেকে দেওয়ালের রং,আসবাবপত্র সমস্তটাই আমরা সাজিয়ে তুলি “।