নিজস্ব প্রতিবেদনঃ জলঙ্গীর মধুবোনার বাসিন্দা মাইনুল মণ্ডল। কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, করোনা আবহে লকডাউনের জেরে ফিরে আসেন মুর্শিদাবাদে। শনিবার ভোরে তাঁকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করল এন আই এ। একটি অ্যান্দ্রয়েড ফোন ও একটি অ্যানালগ ফোন উদ্ধার হয়েছে। বছর ২৯ এর যুবক মাইনুল মণ্ডলকে গ্রেপ্তারের পর তার বাড়িতে কান্নায় ভেঙে পরেন পরিবার পরিজনেরা। ভোরে দরজায় সজোরে আওয়াজ। ভেতরে ঢুকে আসেন এক দল প্রতিনিধি। তারপর বাথরুম থেকে টেনে বের করা হয় মাইনুলকে। এমনটাই জানাচ্ছেন ধৃত মাইনুলের মা। কি কারনে খোঁজাখুঁজি, তল্লাশি, গ্রেপ্তার- কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। ধৃত মাইনুল মণ্ডলের বাড়িতে আত্মীয় সজনদের ভিড়। হঠাৎ পুলিশের রেড এচমকে ওঠেন স্ত্রী, চোখে মুখে আতঙ্কে বলছেন সেই কথা।
আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেপ্তার জলঙ্গীর মাইনুল মণ্ডল
Published By: Madhyabanga News |
Published On: