আলুর দাম নিয়ন্ত্রণ করতে বহরমপুর বাজারে বাজারে হানা এনফোর্সমেন্ট ও পুলিশের

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিনিধি বহরমপুর : আলুর দাম নিয়ন্ত্রণ করতে রবিবার বহরমপুর বাজারে বাজারে হানা এনফোর্সমেন্ট ও পুলিশের। রবিবার সকালে তারা বহরমপুর নতুন বাজার স্বর্ণময়ী বাজার বাস স্ট্যান্ড বাজার সহ একাধিক বাজারে হানা দেন। তারা নির্দেশ দেন ২৫ টাকার বেশি কোথাও আলুর দাম নেওয়া যাবে না। কিন্তু খোলাবাজারে এদিনে আলু সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা কেজিতে বিক্রি চলছে।
এদিকে লাগামছাড়া ভাবে বেড়েই চলেছে আলুর দাম, আলু কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের। খুচরো বাজারে আলুর দাম গিয়ে ঠেকেছে কেজি পতি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। আলু কিনতে গিয়ে দাম শুনে চমকে উঠছেন অনেকেই। বাজারে আলুর দাম নিয়ন্ত্রনে আনতে বিভিন্ন বাজারে হানা দিচ্ছে আধিকারিকেরা। রবিবার সকালে বহরমপুর শহরের বিভিন্ন খুচরো বাজারে হানা দিল ডিষ্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফিসার সহ পু্লিশ আধিকারিকেরা। বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে খুচরো বাচারে আলুর দাম কেজি পতি ২৫ টাকা বিক্রির নির্দেশ দেন আধিকারিকেরা। ২৫ টাকার বেশি দামে আলু বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান আধিকারিকেরা। যদিও পাইকারি বাজারে আলুর দাম নিয়ন্ত্রনে না আসলে ২৫টাকা দামে খুচরো আলু বিক্রি সম্ভব নয় বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা।