আলুর দামে আগুন, লম্বা লাইন সুফল বাংলা স্টলে

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন স্পেশাল রিপোর্টঃ বহরমপুরঃ ৪ নভেম্বরঃ আকাশ ছুঁয়েছে আলুর দাম। প্রতিদিনের রান্নায় আবার বাঙালির ‘আলু মাস্ট’। আলু কিনতে রীতিমতো নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের । পুজোর আগে পর্যন্ত যেখানে আলু খোলা বাজারে বিক্রি হচ্ছিল ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে, সেখানে পুজো পার হতেই সেই আলুর দাম দিয়ে পৌঁচ্ছেছে চল্লিশের কোঠায় । বহরমপুর শহরের কান্দি বাসস্ট্যান্ড বাজার, স্বর্ণময়ী বাজার থেকে সর্বত্রই আলুর দাম প্রায় একই, ৪০ টাকা কেজি। কয়েক মাস আগে রাজ্য সরকার আলুর কালোবাজারি রুখতে বাজারে বাজারে অভিযান চালায় ।২৫ টাকা কেজি দরে বেঁধে দেওয়া হয় আলুর দাম। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সেই আলুর দাম বাড়তে থাক। এখন সেই দাম বাড়তে বাড়তে কেজি প্রতি চল্লিশ টাকায় ঠেকেছে । এই অবস্থায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের পক্ষ থেকে সুফল বাংলা বিপণিতে মাত্র ২৫ টাকা কেজি দরে মিলছে আলু। বাজার থেকে প্রায় অর্ধেক দামে আলু কিনতে ভিড় জমছে সুফল বাংলা স্টল গুলিতেও । বিভিন্ন জায়গায় পাশাপাশি বহরমপুরে সুফল বাংলা স্টলে আলু কিনতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। লাইন দিয়ে আলু কিনতে ভিড় করছেন অনেকেই। কার শিকে ছেঁড়ে, আর কার ভাগ্যে ‘স্টক শেষ’ লেখা থাকে। সেই দিকেই তাকিয়ে লাইনে দাঁড়ানো মানুষ।