আর ছুটতে হবে না বোলপুর, পুরুলিয়া; বহরমপুরেই হস্তশিল্পের হাট

Published By: Madhyabanga News | Published On:

আধুনিকতায় মোড়া মোহন মল এ একফালি জায়গায় যেনো ছোট্ট একটা হস্তশিল্পের হাট | নাগরিক কোলাহলে সোদা মাটির গন্ধ | স্টলের নাম “Hand made “;নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে হাতে তৈরী বিভিন্ন জিনিস পত্রই পাওয়া যায় |

দিন দিন হাতে তৈরী জিনিস পত্রের চাহিদা বাড়ছে | কারো জন্মদিন হোক বা বিয়ে ঘর সাজানোর বিভিন্ন সৌখিন বস্তু দেওয়ার প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে | Hand made এর ষ্টল এ কি কি পাওয়া যায়, এবং hand made বাকি সবার থেকে আলাদা কেন? উত্তরে স্টলের দায়িত্বে থাকা মৌলি দত্ত জানান “অবশ্যই hand made সকলের থেকে আলাদা | সেটা নিজে এসে না দেখলে বলা সম্ভব না |আর এখানে টেরাকোটার বিভিন্ন জিনিস পত্র সহ হাতে তৈরী বিভিন্ন জুয়েলারি, সব রকমের হাতে তৈরী জিনিস এখানে রয়েছে|”

এখানে বাঁশের তৈরী বিভিন্ন জিনিস, কাঠের বিভিন্ন সৌখিন জিনিস পত্র, বিভিন্ন ধরণের হাতে আঁকা ছবি সবটাই রয়েছে এখানে | আর দাম আপনার সাধ্যের মধ্যেই |Hand made এর কর্ণধার পার্থপ্রতিম বাবু জানান “কলকাতায় পড়ার সময় থেকেই ইচ্ছে ছিল বহরমপুর এ এমন একটা জায়গা তৈরী করবো | সেই ভাবনা থেকে এই পথ চলা | এবং শহরের যাঁরা তরুণ গুণী শিল্পী রয়েছেন তাঁদের একসাথে নিয়ে কাজ করা |”

এখানে যে সমস্ত জিনিস পাওয়া যায় তা সবই এখানকার শিল্পীদের হাতে তৈরী | হঠাৎ করে ষ্টলেই দেখা হতে পারে কর্মব্যস্ত শিল্পীদের সাথেও | বহরমপুরবাসী কে আর ছুটতে হবে না বীরভূম বা পুরুলিয়ায়!খোদ বহরমপুরে Hand made এর স্টলেই পেয়ে যাবেন আপনার মন পছন্দ সামগ্রী |