এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

আমাকে মেরে ফেলবে ,বাঁচান ! আবাস বিক্ষোভ। হরিহরপাড়ায় কাতর আবেদন আশাকর্মীর

Published on: December 20, 2022

মামিনুল ইসলামঃ “আমাকে বাঁচান ম্যাডাম। আমাকে মেরে ফেলবে।  আমাকে যদি বাঁচাতে চা, গ্রামে সরেজমিনে এনকোয়ারি করতে আসুন।  আপনারা যেভাবে ট্রেনিং করিয়েছেন, সেভাবে কাজ করেছি। গ্রামের লোক বাড়িতে চড়াও হচ্ছে”, উর্ধ্বতন আধিকারিককে ফোন করে  কাতর আবেদন জানালেন আশা হরিহরপাড়ার এক   কর্মী ।

ভোর থেকেই  হরিহরপাড়া খামারমাটি তুলসীপুর এলাকায় আশা কর্মী তুহিনা বিবির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান  স্থানীয় বাসিন্দারা ।  আবাস যোজনা ঘরের লিস্টে নাম কেটে দেওয়া অভিযোগে বিক্ষোভ দেখানো হয়  । আশা কর্মীর বাড়ি ঘিরে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হরিহরপাড়ার। এদিন সকালে এএনএম’কে ফোন করে অভিযোগ জানান আশাকর্মী।

ওই আশা কর্মী জানান, “ সরকারি নির্দেশ মতোই কাজ করেছি। যাদের নাম কাটা গিয়েছে তারাই বিক্ষোভ দেখাচ্ছে। বলছে, আমাদের নাম কেন বাদ গেল ?” । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ওই কর্মীর আত্মীয়দের নাম লিস্টে আছে। গ্রামবাসীদের দাবী, ৭০ জনের নাম কাটা হয়েছে। আশাকর্মীর আত্মীয়,  পাকাবাড়ির মালিকদের নাম লিস্টে আসে। গ্রামবাসী পঞ্জিত সেখ বলেন, ” আমরা চাই বিডিও আসুক। দরকারে লিস্টে সকলের নাম কাটা পড়ুক”।  গ্রামবাসী পাতু বিবির  দাবী, ” আশাকর্মীর আত্মীয়দের নাম আছে। আমি কাঁচা বাড়িতে থাকি আমার নাম বাদ গিয়েছে”।

যদিও ওই কর্মীর দাবী, যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আছে। ভুল বলছেন গ্রামের মানুষ। জানান, “আমাকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। কাল রাতে বিক্ষোভ দেখিয়েছে। আবার ভোর থেকে এলাকার মানুষ বাড়ির সামনে জড়ো হয়েছে। আমি  জয়েন্ট বিডিও’কে জানিয়েছি।  পুলিশ এসেছে। আমাদের ডিপার্টমেন্টের ম্যাডামকে জানিয়েছি ।  আমি আতঙ্কে আছি। মেরে ফেলার হুমকি দেওয়া হছে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now