আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ঘোষণা বাজেটে Budget 2022

Published By: Madhyabanga News | Published On:

আজ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ পেশ করার সময় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ বলেছেন যে, ২০১৪ সালে ক্ষমতায় এসে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর সরকারের দৃষ্টি নিক্ষেপ ছিল। এমন সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা আবাসন, বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং পানীয় জলের পরিষেবা প্রদান করেছে।

অর্থমন্ত্রী বলেছেন যে, প্রতি ঘরে নল বাহিত পানীয় জল প্রকল্পে ৮.৭ কোটির মধ্যে ইতিমধ্যেই গত দু’বছরে ৫.৫ কোটি পরিবারকে জল সরবরাহ করা হয়েছে। প্রতি ঘরে, নল বাহিত পানীয় জল’ প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ৩.৮ কোটি পরিবারের জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন বাজেট পেশ করে বলেছেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি নির্মাণের জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেটে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার গুলির সাথে একত্রিত হয়ে কাজ করবে গ্রাম এবং শহরাঞ্চলে মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আবাসন করে দিতে।