আবাস ক্ষোভঃ প্রধানের কান্না ! ভরতপুরে ২ ব্লকে ইস্তফা দিল গোটা পঞ্চায়েতই

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  আবাস প্লাস যোজনায় তালিকায় অসংগতির অভিযোগ । তার জেরেই   ভরতপুর ২ নম্বর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতে প্রধান , উপপ্রধান সহ ১৭ জন গ্রাম পঞ্চায়েত সদস্য বিডিও কাছে গিয়ে তাঁদের সদস্যপদ থেকে পদত্যাগের লিখিত চিঠি জমা দিতে বিডিও অফিসে যান  । এদিন বিডিও না থাকায় তাঁরা ব্লক অফিসে রিসিভ সেকশেনে তাঁদের লিখিত বাএদন জমা দিচ্ছেন।  মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসিরুদ্দিন, উপপ্রধান মনিকা দাসের অভিযোগ,   আবাস প্লাস স্কিমে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে প্রকৃত গরীব মানুষের নাম বাদ দেওয়া হয়েছে ।  তাই এই সিদ্ধান্ত । এদিন ব্লক অফিস চত্বরে মোতায়েন ছিল  পুলিশের আধিকারিকরা।

আবাস প্লাস যোজনায় তালিকায় অসংগতির জন্য ভরতপুর ২ নম্বর ব্লকের মালিহাটি গ্রাম পঞ্চায়েতে প্রধান , উপপ্রধান সহ ১৭ জন গ্রাম পঞ্চায়েত সদস্যের গণইস্তফা। শনিবার ব্লক অফিসে গিয়ে গণইস্তফা জমা দেন তাঁরা। গণইস্তফার পর কান্নায় ভেঙে পড়েন  পঞ্চায়েত প্রধান।