আবার মঞ্চে বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্ত

Published By: Madhyabanga News | Published On:

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ শহর বহরমপুরে বাচিক শিল্প চর্চার অন্যতম স্থান ” বাচিক শিল্প চর্চার মুক্তদিগন্ত ” । অতিমারির কারনে বন্ধ ছিল  মঞ্চে  প্রযোজনা । ভাটা পড়েছিল  শিল্প মাধ্যমে ।  রবিবার বহরমপুর রবীন্দ্র সদন মঞ্চে অনুস্থিত হল বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্ত প্রযোজিত পাঁচটি কাব্যিক প্রযোজনা ।

সংস্থার কর্ণধার আভিজিৎ  সরকার জানান , “চর্চা কখনই বন্ধ ছিল না তবে এতোদিন পরে মঞ্চ পেয়ে আমরা অর্থাৎ দলের ছেলে মেয়েরা খুব উচ্ছ্বসিত । তবে কোভিডের  কারণে  আমরা টিকিটের কোন ব্যবস্থা রাখিনি, কবিতার বন্ধুরা এসেছেন  । যেহেতু তৃতীয় ঢেউ আসছে ,বাচ্চাদের এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই বাচ্চাদের আসতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছিল। পরিস্থিতি অনুযায়ী মানুষজন ভালই সাড়া দিয়েছেন । ”

বাচিক শিল্প কে নতুন ভঙ্গিতে তুলে ধরার যে চেষ্টা বাচিক শিল্প চর্চার মুক্ত দিগন্ত শুরু করে ছিল ,তা এদিনের উপস্থাপনাতেও ফুটে উঠেছে  । বিভিন্ন কবির কবিতা দিয়ে পাঁচটি কাব্যিক প্রযোজনা এদিন উপস্থাপন করা হয়।