আবার কি কাঠের উনুনে ফিরবে হবে ? রান্নার গ্যাসের দাম বাড়ায় প্রশ্ন রান্না ঘরে

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  আবার বেড়েছে রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে  রান্নার গ্যাসের দাম। এতেই মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরার উপক্রম । ৫০ টাকা দাম বাড়ায় এখন গ্যাসের দাম হাজার টাকা পেড়িয়ে গিয়েছে । মার্চ মাসে ৫০ টাকা বেড়ে গ্যাসের দাম হয় ৯৭৬ টাকা, তারপর শনিবার থেকে আরও ৫০ টাকা দাম বাড়ায় সেই দাম পৌচ্ছে গেছে ১ হাজার ২৬ টাকায়।

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এখন গ্যাস জ্বালিয়ে রান্না করে সংসার চালানোর দায় হয়ে উঠেছে মধ্যবিত্তের। এই ভাবে চলতে থাকলে আগামী দিনে কিভাবে গ্যাসে রান্না খাবার মুখে তুলবেন বুঝে উঠতে পারছেন না কেউই।

বহরমপুরের বাসিন্দা টুম্পা রজকের কথায়, “ আমি একটি বেসরকারি স্কুলে চাকরি করি। আমাদের মাইনে তো বাড়ছে না। রোজ বাড়ছে রান্নার তেল, রান্নার গ্যাসের দাম। চলবে কীভাবে ?”

করোনা কাল কাটিয়ে আসতে আসতে যখন আবার সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরে আসতে চাইছে ঠিক তখনই গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেন অভিশাপ হয়ে নেমে আসছে অনেকের জীবনে ।

গৃহবধূ  সাবিনা ইয়াসমিনের  প্রশ্ন, “ রান্নার গ্যাসের যা দাম। আমাদের কী তাহলে কাঠের উনুনে ফিরতে হবে ?”   তবে সাধারণ মানুষ চাইছেন, রান্নার গ্যাসের দাম কমুক। ব্যবস্থা নিক সরকার।