আধার কার্ডেই কেনাকাটা

Published By: Madhyabanga News | Published On:

ইমাজিন ডেস্কঃ ১৭ নভেম্বরঃ দোকানে গিয়ে দেখছেন সাথে নেই নগদ টাকা ? নেই এটিএম কার্ড ? চিন্তা কী ! আধার কার্ড আছে তো।
আধার কার্ড দিয়েই এখন করতে পারবেন কেনাকাটা, করতে পারবেন টাকা পেমেন্ট।
কোথাও গিয়ে কাউকে টাকা দেওয়ার প্রয়োজন হলে সঙ্গে এখন নগদ না থাকলেও অসুবিধে নেই ।
আপনার কাছে আপনার আধার কার্ডটি থাকলেই হবে ।এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আপনার আধার কার্ডটিকে লিঙ্ক করিয়ে রাখতে হবে।
তাহলেই টাকা পয়সা লেনদেন , ব্যালেন্স চেক করা, টাকা জমা কিংবা তোলা সবই করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে ।প্রথমে আধার কার্ড হোল্ডারকে তার আধার আইডি নম্বর দিতে হবে। অনলাইন ট্রানজকশনের ক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য আঙুলের ছাপ স্ক্যান করাতে হবে । যাকে টাকা দেবেন, অর্থাৎ দোকানদারের কাছে অবশ্যই একটি স্মার্টফোন থাকতে হবে এবং তার সঙ্গে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আঙুলের ছাপ স্ক্যান করার মেশিন অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার কানেক্ট করা থাকতে হবে।আধার কার্ডের মাধ্যমে টাকা দেওয়ার জন্য ফিঙ্গার প্রিন্ট স্ক্যানারে আঙুল দিতে হবে।যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি ব্যক্তির আধার নম্বরের সঙ্গে যুক্ত করা আছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে যাকে টাকা দিতে চাইছেন, তার কাছে।