আদিবাসী সমাবেশে আদিবাসীদের অধিকার আদায়ের ডাক সিপিআই(এম) প্রভাবিত সংগঠনের

Published By: Madhyabanga News | Published On:

শুভরাজ সরকার : নবগ্রাম ২৪ শে ফেব্রুয়ারী –  ধামসা, মাদলের তালে পা মেলালেন তারা। জোটবদ্ধ হয়ে তারা এলেন, মনোরঞ্জনের সাথেই তুলে ধরার চেষ্টা করলেন দুর্দশার গল্প। বুধবার নবগ্রামের পলষণ্ডা মোড়ে আদিবাসী অধ্যুষিত এলাকায় পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ ও পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের যৌথ উদ্যোগে আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হল। যে সমাবেশের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায় ভুক্তদের অধিকার, তাদের কর্মসংস্থান, সরকারি সুযোগ সুবিধার আওতায় আছে কিনা- সমস্ত বিষয় তুলে ধরা হয়। বাম ও কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে আদিবাসী সম্প্রদায়ভুক্তদের সমস্যাকে তুলে ধরা হয় সমাবেশে। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের রাজ্য সভাপতি মোজাফফর হোসেন, সিপি আইএম মুর্শিদাবাদ জেলা সম্পাদক নৃপেন চৌধুরী, সিপিআই(এম) নেত্রী দেবলীনা হেমব্রম, সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সমাবেশে আদিবাসী সম্প্রদায় ভুক্তদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো। ২৮ শে ব্রিগেডের আগে এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।