আতঙ্ক ভাঙন, ঘুমোতে ভয় করছে রাত্রে, মন্ত্রীকে সামনে পেয়ে বললেন গ্রামের মহিলারা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ব্যুরোঃ১০জুনঃ এখনও বাড়েনি জল। জল বাড়লে কী হবে ? আগের বছর জলের গর্ভে গিয়েছে অনেক বাড়ি।  ঘুমোতে ভয় করছে রাত্রে।  রাজ্যের সেচ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন   কাছে পেয়ে জানালেন সামসেরগঞ্জের ধানঘড়া গ্রামের মহিলারা।

ভাঙ্গনের অভিশাপ থেকে মুক্তি চান গ্রামের মানুষ । কিন্তু মেলে না! বর্ষার প্রাক্কালে ভাঙন রোধের কাজ নিয়ে ক্ষোভ জন্মেছে নদী পারে।  উঠেছে অভিযোগ। সামশেরগঞ্জের মানুষের ভাঙন প্রতিরোধের কাজ শুরু না হওয়ায় চরম ক্ষোভ নিরসনের জন্য এবার সচেষ্ট হল রাজ্য সরকার।

রাজ্যের সেচ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকা পায়ে হেঁটে  ও নদী পথে পরিক্রমা করলেন। গত বছরের মতো এবারও ভাঙনের পরিস্থিতি যে ভয়ঙ্কর হতে পারে সেটা খোদ মন্ত্রী শিকার করেছেন। তিনি জানিয়েছেন,  অর্থ দপ্তরের অনুমোদন পেলে এই এলাকায় স্থায়ী ভাঙন রোধের কাজ শুরু হবে । যদিও আপৎকালিন পরিস্থিতিতে সেচ দপ্তর ভাঙন প্রতিরোধে কিছু কাজ করবে বলে জানিয়েছেন সেচ রাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তিনি ভাঙন রোধের কাজে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা নিয়েও সোচ্চার হয়েছেন।

মন্ত্রীকে কাছে পেয়ে উদ্বেগের কথা জানালেন গ্রামের মানুষ।